প্রকাশ নামের ২৮ বছরের একটা ছেলে ভাল চাকরি করে। কিন্তু তাকে দেখতে খারাপ, তাই কোনদিন কোন মেয়ে বন্ধু হয়নি তার। মেয়েদের প্রতি সে খুব দূর্বল, নিজেকে সব মেয়ের থেকে ছোট ভাবে সম্মানে। তার এই দূর্বলতার সুযোগে তার দিদি তাকে নিজের প্রয়োজনে ব্যবহার করত ছোট থেকে। ছেলেটা তাতে বাধা দিত না। ছেলেটার অবস্থা বুঝে এর সুযোগ নেবে পাশের বাড়ির এক বিধবা মহিলা ও তার দুই টিন এজ মেয়ে। ছেলেটাকে দিয়ে চাকরের মত খাটাবে, তার টাকায় শপিং করবে। এমনকি ছোট খাট কারনে ছেলেটাকে মারবে। ছেলেটা বাধা দেওয়া তো দূর, এটাকে নিজের গর্ব ভেবে ঘুরবে। মেয়েরা তার সাথে কথা বলছে এই খুশিতে সে ওদের পায়ে মাথা ঠেকিয়ে প্রনাম করবে রোজ দুইবেলা। মহিলা আর তার দুই মেয়ে প্রকাশের মাইনের ৯০% নিজেদের ইচ্ছায় খরচ করে মনের সুখে দিন কাটাতে থাকবে।
ছেলেটার বাবা মা সব বুঝে চাইবে ছেলেটাকে বিয়ে দিয়ে এসব থেকে বার করতে। এই সময় ওর দিদিও এসে ওকে আরো গভীর দাসত্বের দিকে ঠেলে দেবে। সে চায় বাবা মায়ের প্রভুত সম্পত্তি একাই পেতে। তাই সব বুঝে সে ভাইকে পাশের বাড়ির মহিলা ও তার মেয়ের মত চাকরের মত ব্যবহার করতে থাকবে। অতি যোগ্যতা ও অর্থ থাকা সত্বেও খারাপ চেহারার ছেলেটি ৪ জন মেয়ের চাকর হয়ে দিন কাটাতে থাকবে।
ছেলেটার বাবা মা সব বুঝে চাইবে ছেলেটাকে বিয়ে দিয়ে এসব থেকে বার করতে। এই সময় ওর দিদিও এসে ওকে আরো গভীর দাসত্বের দিকে ঠেলে দেবে। সে চায় বাবা মায়ের প্রভুত সম্পত্তি একাই পেতে। তাই সব বুঝে সে ভাইকে পাশের বাড়ির মহিলা ও তার মেয়ের মত চাকরের মত ব্যবহার করতে থাকবে। অতি যোগ্যতা ও অর্থ থাকা সত্বেও খারাপ চেহারার ছেলেটি ৪ জন মেয়ের চাকর হয়ে দিন কাটাতে থাকবে।
No comments:
Post a Comment