Monday, 1 February 2021
মায়াবী...
ওয়েব ডেস্ক, আজকের খবর ; নিজস্ব প্রতিবেদন ;
বাংলা ছায়াছবির ইতিহাসে ইতিহাস সৃষ্টি করল “মায়াবী” । দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি এই সিনেমা শুধু প্রথম সপ্তাহেই প্রায় ৫০ কোটি টাকার ব্যবসা করেছে, বাংলা সিনেমায় যার ধারে কাছেও কোনদিন কেউ পৌঁছাতে পারে নি । এই সুপার ন্যাচারাল ফেমডম থ্রিলারে অভিনয় করেছেন কোয়েল মল্লিক, জয়, শবনম আখতার মিম, রাজা, জ্বলন্ত খলিল প্রমুখ ।
গল্পের মূল আকর্ষন টানটান সুপার ন্যাচারাল থ্রিলারের সঙ্গে চুড়ান্ত ফেমডমের দুর্দান্ত মিশ্রন । আর এই ছবির সাফল্যই প্রমান করে ফেমডমের প্রতি বেশিরভাগ মানুষের চুড়ান্ত আকর্ষন । গল্পের নায়ক জয় একজন লেখক, ভৌতিক উপন্যাস লেখার জন্য বিখ্যাত সে । বান্ধবী কোয়েলের সাথে বিয়ের পর সে পাহাড়ি নির্জন এলাকায় এক বাংলো কিনে বাস করতে থাকে নির্জনে গল্প লেখার সুবিধার্থে । কিন্তু প্রথম থেকেই সেখানে কিছু অতিপ্রাকৃত ঘটনা দেখতে থাকে সে । তার স্ত্রীও ক্রমে ভিষণ ডমিন্যান্ট হয়ে উঠতে থাকে তার প্রতি । এই সময়েই সেই বাড়িতে ছুটি কাটাতে আসে জয়ের টিন এজার খুড়তুতো ভাই বোন, রাজা আর মিম ।
ক্রমে মিম আর কোয়েল ভয়ানক ডমিন্যান্ট হয়ে ওঠে জয় আর রাজার উপর । বিশেষ করে রাতে অকথ্য অত্যাচার করতে থাকে তারা রাজা আর জয়ের প্রতি । কথায় কথায় চড়, থাপ্পর , লাথি, চাকরের মত কাজ করান সবই করতে বাধ্য হয় জয় ও রাজা । জয় ও রাজার মুখের উপর ঘন্টার পর ঘন্টা জুতো পরা পায়ে জোরে জোরে লাথি মারতে থাকে কোয়েল ও মিম, তাদের জিভে ঘষে জুতোর তলা মুছতে থাকে, চাবুক মেরে তাদের পিঠ করে দিতে থাকে রক্তাক্ত । স্বামী ও দেওরের উপর অকথ্য অত্যাচার চালাতে থাকে কোয়েল । আর ১৪ বছরের সুন্দরী কিশোরী মিম যেন তাকেও ছাড়িয়ে গিয়ে অত্যাচার করতে থাকে দুই দাদার উপর ।
অবশেষে জয় বুঝতে পারে এসব কোনটাই স্বাভাবিক না । ক্রমে সে জানতে পারে এই বাড়ির পূর্ব বাসিন্দা টিয়ার স্বামীর অত্যাচারে অসহায় হয়ে আত্মহত্যার কথা । তার আত্মাই যে কোয়েল ও মিমকে এরকম পুরুষবিদ্বেষী ও অত্যাচারী করে তুলেছে সেটা বুঝতে পেরে সে যোগাযোগ করে অতিপ্রাকৃত ঘটনা বিশেষজ্ঞ খলিলের সাথে । কিভাবে ক্রমে অতিপ্রাকৃত ঘটনার হাত থেকে মুক্তি পেল তা নিয়েই পরবর্তী গল্প । আড়াই ঘন্টার সিনেমার প্রায় এক ঘন্টা জুড়ে পর্দায় দেখা যায় শুধু জয় আর রাজার উপর কোয়েল আর মিমের অত্যাচার । আর গল্পের শেষেও পরিচালক পুরুষ চরিত্রদের স্থান দেন মেয়েদের পদতলেই ।
এই ছবির দুর্দান্ত সাফল্য প্রমান করছে সাধারন মানুষের ফেমডমের প্রতি আকর্ষন । আর সেই সাথেই পরিচালকেরাও একের পর এক আরও ভায়োলেন্ট ফেমডম থিম নিয়ে সিনেমা পরিচালনার কথা ঘোষনা করে চলেছেন । প্রায় সব প্রথম শ্রেণীর নায়ীকাই একাধিক ফেমডম ছবিতে কাজ করতে রাজি হয়ে গেছেন । এর মধ্যে আছেন মিমি, শুভশ্রী, পায়েল, বর্ষা, মাহিয়া প্রমুখ । এখন দেখার, এই ছবিগুলোও বক্স অফিস কাঁপাতে পারে নাকি “মায়াবী”র মতো ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment